পাতা:শেষ প্রশ্ন.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిa শেষ প্রশ্ন একসঙ্গে গেলে আশ্রমের বন্ধুরা হয়ত রাগ করবেন। হেঁটেই যাই চলুন। হরেন ফিরিয়৷ দাড়াইয়। কহিল, এর মানে ? মানে নেই,—এম্নি । চলুন যাই। ">2N হরেন্দ্র ও কমল আশুবাবুর গৃহে আসিয়া যখন উপস্থিত হইল তখন বেলা অপরাহ-প্রায়। শয্যার উপরে অৰ্দ্ধশায়িত ভাবে বসিয়া অসুস্থ গৃহস্বামী সেই দিনের পাইয়োনিয়ার কাগজখানা দেখিতেছিলেন। দিন কয়েক হইতে আর জর ছিলনা, অন্যান্য উপসৰ্গও সারিয়া আসিতেছিল, শুধু শরীরের দুর্বলতা যায় নাই। ইহারা ঘরে প্রবেশ করিতে কাগজ ফেলিয়া উঠিয়া বসিলেন, কি যে খুসি হইলেন সে তার মুখ দেখিয়া বুঝা গেল। তাহার মনের মধ্যে ভয় ছিল কমল হয়ত আর আসিবেন । তাই হাত বাড়াইয়া তাহাকে গ্রহণ করিয়া কহিলেন, এস, আমার কাছে এসে বসো । এই বলিয়া তাহাকে থাটের কাছেই ক্ষে চৌকিট ছিল তাহাতে বসাইয়া দিলেন, বলিলেন, কেমন আছে৷ বল ত কমল ? কমল হাসিমুখে জবাব দিল, ভালই তো আছি। আণ্ডবাবু কহিলেন, সে কেবল ভগবানের আশীৰ্ব্বাদ । নইলে যে স্থদিন পড়েছে আতে কেউ যে ভালো অাছে তা” ভাবতেই পারা যায়না । এতদিন কোথায় ছিলে বল ত ? হরেন্দ্রকে রোজই জিজ্ঞাসা