পাতা:শেষ প্রশ্ন.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిపె শেষ প্রশ্ন কথাও কহিতনা। কহিল, এ প্রশ্ন আমার কাছে এখন অসংলগ্ন ঠেকে । যা নেই তা কেন নেই বলে চোখের জল ফেলতেও আজ আমার লজ্জ। বোধহয়, যেটুকু তিনি পেরেচেন, কেন তার বেশি পারলেন না বলে রাগরাগি করতেও আমার মাথা হেঁট হয়। আপনাদের কাছে প্রার্থনা শুধু এই যে আমার দুর্ভাগ্য নিয়ে তাকে আর টানাটানি করবেননা। এই বলিয়া সে যেন হঠাৎ শ্রান্ত হইয়া চেয়ারের পিঠে মাথা ঠেকাইয়া চোখ বুজিল । ঘরের নীরবতা ভঙ্গ করিল নীলিমা, সে চোখের ইঙ্গিতে দুধের বাটিটা নির্দেশ করিয়া আস্তে আস্তে বলিল, ওটা যে একেবারে জুড়িয়ে গেল। দেখুন তো খেতে পারবেন, না আবার গরম করে আনতে বোল্ব ?" আণ্ডবাবু বাটিটা মুখে তুলিয়া খানিকটা খাইয়া রাখিয়া দিলেন । নীলিমা মুখ বাড়াইয়া দেখিয়া কুহিল, পড়ে থাকুলে চলবেন,— ডাক্তারের ব্যবস্থা ভাঙতে আমি দেবোন । আগুবাবু অবসরের মত মোটা তাকিয়াটায় হেলান দিয়া কহিলেন, তাবু চেয়েও বড় ব্যবস্থাপক নিজের দেহ , এ কথা তোমারও ভোলা উচিত নয়। আমি ভুলিনে, ভুলে যান আপনি নিজে । ওটা বয়েসের দোষ নীলিমা—আমার নয়। নীলিমা হাসিয়া বলিল, তাই বই কি। দোষ চাপাবার মত বয়স পেতে এখানো আপনার অনেক—অনেক, বাকি । আচ্ছা, কমলকে নিয়ে আমরা একটু ও-ঘরে গিয়ে গল্প করিগে, আপনি চোখ বুজে একটুখানি বিশ্রাম কুরুন, কেমন ? যাই ? আপ্তবাবুর এ ইচ্ছা বোধহয় ছিলনা, তথাপি সম্মতি দিতে