পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন у २¢8 কিন্তু দাড়িয়ে থাকৃতেও তো বলিনি,—দাড়িয়েই বা আছেন কেন ? এ যদি বলেন তো আমার না দাড়ানোই উচিত ছিল। ক্রটি স্বীকার করচি । শুনিয়া কমল হাসিল " বলিল, তাহলে আমিও দোষ স্বীকার করচি। এতক্ষণ অন্যমনস্ক থাকা আমার অপরাধ। এখন বসুন। হলেন্দ্র চৌকি টানিয়া লইয়া উপবেশন করিলে কমল হঠাৎ একটুখানি গম্ভীর হইয়া উঠিল। একবার কি একটু চিন্তা করিল, তাহার পরে কহিল, দেখুন হরেনবাবু, আসলে এর মধ্যে যে কিছুই নেই এ আমিও জানি, আপনিও জানেন । তবু লাগে। এই যে বস্তে বলতে ভুলেচি, যে আদরটুকু অতিথিকে করা উচিত ছিল, করিনি,— হাজার ঘনিষ্ঠতাধ মধ্যে দিয়েও সে ক্রটি আপনার চোখে পড়েচে । না না, রাগ করেছেন বলিনি,—তবুও কেমন যেন মনের মধ্যে একটু লাগে। এ সংস্কার মানুষের গিয়েও যেতে চায়না,—কোথায় একটুখানি থেকেই যায়। না ? হরেন্দ্র ইহার তাৎপৰ্য্য বুঝিলনা, একটু আশ্চৰ্য্য হইয়া চাহিয়া রহিল। কমল বলিতে লাগিল, এর থেকে সংসারে কত অনর্থপাতই না হয় । অথচ, এইটিই লোকে সবচেয়ে বেশি ভোলে । না ? হরেন্দ্র জিজ্ঞাসা করিল, এসব আমাকে বলচেন, না আপনাকে আপনি বলচেন ? যদি আমার জন্তে হয় তো আর একটু খোলস। করে বলুন। এ হেঁয়ালি আমার মাথায় ঢুক্চেনা । কমল হাসিয়া বলিল, হেঁয়ালিই বটে। সহজ সরল রাস্তা, মনেই হয়না যে বিপত্তি চোখ রাঙিয়ে আছে। চলতে হোচট লেগে আঙুল দিয়ে যখন রক্ত ঝরে পড়ে, তখনি