পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । $ ©Ꮼ সইবেন । বরঞ্চ, র্যারা বেঁচে আছেন তাদের কথা,-আপনি রাজেনের কথা বলতে চাচ্ছিলেন,—তাই বলুন আমি শুনি । সে আমার বন্ধু, তাকে চিনি, জানি, ভালোবাসি,—আমাকে বিশ্বাস করুন, আমি আশ্রমই করি, আর যাই করি,—আপনাকে ঠকাবোনা । সংসারে আরও পাঁচজনের মত ভালোবাসার গল্প শুনতে আমিও ভালবাসি । কমলের গাম্ভীৰ্য্য সহসা হাসিতে ভরিয়া গেল, প্রশ্ন করিল, শুধু পরের কথা শুনতেই ভালোবাসেন ? তার বেশিতে লোভ নেই ? হরেন্দ্র বলিল, না । আমি ব্রহ্মচারীদের পাণ্ডা,—অক্ষয়ের দল শুনতে পেলে আমাকে খেয়ে ফেলবে। শুনিয়া কমল পুনশ্চ হাসিয়া কহিল, না, তারা খাবেনা। আমি উপায় করে দেবো । Ա* হরেন্দ্র ঘাড় নাড়িয়া বলিল, পারবেননা । আশ্রম ভেঙে দিয়ে পালিয়ে গিয়েও আর আমার নিস্তার নেই। অক্ষয় একবার যখন আমাকে চনেছে যেখানেই যাই সৎপথে আমাকে সে রাখবেই। বরঞ্চ, আপনি নিজের কথা বলুন । রাজেনকে যে ভুলে থাকতে পারেননা আবার সেইখান থেকে আরম্ভ করুন। কি কোরে সেই লক্ষ্মীছাড়া ছোড়াটাকে এতখানি ভালবাসলেন আমার শুনতে সাধ হয়! : কমল কহিল, ঠিক এই প্রশ্নটাই আমি বারে বারে আপনাকে আপনি করি । সন্ধান পাননা ? न] * পাবার কথাও নয় । এবং সত্যি বলে আমার বিশ্বাসও হয়না । কেন বিশ্বাস হয়না ? தி: সে যাক । মনে হচ্ছে আগে একবার বলেছি । কিন্তু আরও