পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ঞ্জ শেষ প্রশ্ন বলেছিলাম কিন্তু রাজি হলেননা। স্থির হয়ে অপেক্ষা করাটা হয়ত ধাতে সয়না । হরেন্দ্র শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিল, লোকটিকে দেখতে কেমন ? বললেননা কেন সে এখানে নেই ? . অজিত কহিল, সে সম্বাদ তাকে দিয়েছি । আশুবাবু বলিলেন, কমল, এই রাজেন ছেলেটিকে "स्वागि দু'তিন বারের বেশি দেখিনি—বিপদে না পড়লে তার সাক্ষাৎ মেলেনা—কিন্তু মনে হয় তাকে অত্যন্ত ভালবাসি। কি যেন একটা মহামূল্য জিনিস সে সঙ্গে নিয়ে বেড়ায়। অথচ, হরেন্দ্রর মুখে শুনি সে ভারি wild,— পুলিশে তাকে সন্দেহের চোখে দেখে,—ভয় হয় কোথায় কি একটা বিভ্ৰাট ঘটিয়ে বসবে, হয়ত খবরও একটা পাবোনা,—এই দেখোনা হঠাৎ কোথায় যে অদৃপ্ত হয়েছে কেউ খুজে পাচ্চেনা - কমল প্রশ্ন করিল, হঠাৎ যদি খবর পান সে বিপদে পড়েচে, কি করেন ? O আশুবাবু বলিলেন, কি করি সে জবাব শুধু তখনই দেওয়া যায় এখন নয়। অসুখের সময় নীলিমা আর আমি বহু কাহিনীই তার হয়েনের কাছ থেকে শুনেচি। পরার্থে আপনাকে সত্যি ক’রে বিলিয়ে দেওয়ার স্বরূপটা যে কি শুনতে শুনতে যেন তার ছবি দেখতে পেতাম । ভগবুানের কাছে প্রার্থনা করি যেন না তার কোন বিপদ ঘটে। প্রকাতে কেহ কিছু বলুিলনা, কিন্তু মনে মনে সকলেই বোধহয় এ প্রার্থনায় যোগ দিল । O Wo কমল জিজ্ঞাসা করিল, নীলিমার্কে আজ তো দেখতে পেলামনা ? বোধকরি কাজে ব্যস্ত আছেন? আপ্তবাবু কহিলেন, কাজের লোক, দিনরাত কাজেই ব্যস্ত থাকেন