পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭? o শেষ প্রশ্ন আগুবাবু আপনিই থামিলেন। বোধহয় কমলের বিক্ষিত দৃষ্টি তাহাকে নিজের দিকে সচেতন করিল, বলিলেন, তোমার সঙ্গে আমার আরও অনেক কথা আছে কমল, আর একদিন এসো। আসবো। আজ যাই। এসো। গাড়ীটা নীচেই আছে, তোমাকে পৌঁছে দেবে বলেই বাসদেওকে এখনো ছুটি দিইনি। অজিত, তুমিও কেন সঙ্গে যাওনা, ফেরবার পথে তোমাদের আশ্রমে তোমাকে নামিয়ে দিয়ে আসূবে ? উভয়ে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া আসিল । বেলা সঙ্গে সঙ্গে গাড়ীর কাছে আসিয়া কহিল, আপনার সঙ্গে আলাপ করবার মাজ সময় হ’লনা, কিন্তু এবার যেদিন দেখা হবে আমি ছাড়বো না । কমল হাসিয়া ঘাড় নাড়িয়া কফুি—সে আমার সৌভাগ্য। কিন্তু ভয় হয় পরিচয় পেয়ে না আপনার মত বদলায়। গাড়ীর মধ্যে দু’জনে পাশাপাশি বসিয়া । রাস্তার মোড় ফিরিলে কমুল কহিল, সেদিনের রাতটাও এমনি অন্ধকার ছিল,—মনে পড়ে ? পড়ে ! সেদিনের পাগলামি ? তাও মনে প্লুড়ে । আমি রাজি হয়েছিলাম পে মনে আছে ? অজিত হাসিয়া কহিল, না । কুিন্তু আপনি যে বিদ্রুপ করেছিলেন সে মনে আছে । \ কমল বিস্ময় প্রকাশ করিয়া কহিল, বিক্রপ করেছিলাম ? কই না । নিশ্চয় করেছিলেন।