পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেয প্রশ্ন , දී\ෂෂ কমল বলিল, তাহলে আপনি ভুল বুঝেছিলেন। সে যাকৃ, আজ তো আর তা করচিনে,—চলুননা, আজই দু’জনে চলে যাই ? দ্যুৎ ! আপনি ভারি দুষ্ট । কমল হাসিয়া ফেলিল, কহিল, দুষ্ট কিসের ? আমার মত এমন শান্ত স্থবোধ , কে আছে বলুন ত ? হঠাৎ হুকুম করলেন, কমল চলো যাই,—তক্ষুণি রাজি হয়ে বল্লাম চলুন। কিন্তু সে তো শুধু পরিহাস । Įo কমল বলিল, বেশ, না হয় পরিহাসই হ’ল, কিন্তু হঠাৎ অপরাধটা কি করেছি বলুন ত? ডাকৃতেন তুমি বলে, আরস্ত করেছেন আপনি বলুতে। কত দুঃখে কষ্টে দিন চলে,—আপনাদেরই জামা কাপড় সেলাই করে কোন মতে হয়ত দু’টি খেতে পাই,—অথচ, আপনার টাকার অবধি নেই,~<কেটা দিনও কি খবর নিয়েছেন ? মনোরমা এ দুঃখে পড়লে কি আপনি সইতেন ? দিনরাত খেটে খেটে কত রোগা হয়ে গেছি দেখুন ত ? এই বলিয়া সে নিজের বা হাতখানি অজিতের হাতের উপর রাখিতেই আচম্বিতে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল । অস্ফুটে কি একটা বলিতে চাহিল, কিন্তু সহসা হাত টানিয়া লইয়া চেচাইয়া উঠিল, ড্রাইভার রোকো রোকো,–এ যে পাগলা-গারদের সামূনে এসে পড়েচি । গাড়ী ঘুরিয়ে নাও ; অন্ধকারে ঠিক ঠাওর করতে পারা যায়নি। অজিত কহিল, হা, দোষ অন্ধকারের। শুধু সাস্তুনা এই যে হাজার অবিচারেও ও-বেচারার প্রতিবাদ করবার, যে নেই। সে অধিকারে ও বঞ্চিত। এই বলিয়া সে একটু হাসিল। শুনিয়া কমলও হাসিল, কহিল, তা বটে। কিন্তু বিচার জিনিসটাই তো সংসারে সব নয় ; এখানে অবিচারেরও স্থান আছে বলে আজও দুনিয়া চলুচে, নইলে কোনকালে সে থেমে যেতো। ড্রাইভার, থামাও । "