পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৯ • শেষ প্রশ্ন আমি জানতাম আপনি যেতে পারবেন না । আচ্ছা, আমিও যে ভালো বাসি এ কথা আপনি বিশ্বাস করেন ? না, করিনে | e নিশ্চয় করেন । তাইতে আপনার বিরুদ্ধে আমার অনেক নালিশ আছে । ■ Ö অজিত কৌতুহলী হইয়া বলিল, অনেক নালিশ ? একটা শুনি । কমল বলিল, শোনাবো বলেই তো যেতে দিইনি। প্রথমে নিজের কথাটা বলি। উপায় নেই বলে দুঃখী গরীবদের কাপড় সেলাই করে নিজের খাওয়া-পরা চালাই—এ আমার সয় । কিন্তু দায়ে পড়েচি বলে আপনারও জামা সেলাই করার দাম নেবো–এও কি সয় ? কিন্তু তুমি তো কারও দান নাওনা ! না, দান আমি কারও নিইনে,—এমন-কি আপনরিও না । কিন্তু দান করা ছাড়া দেবার কি সংসারে আর কোন পথ খোলা নেই ? কেন এসে জোর করে বললেনন কমল' এ কাজ তোমাকে আমি করতে দেবোনা ! আমি তার কি জবাব দিতাম ? অাজ যদি কোন দুর্বিপাকে আমার খেটে খাবার শক্তি যায়, আপনি বেঁচে থাকতে কি আমি পথে পথৈ ভিক্ষে করে বেড়াবো ? কথাটা ব্যথায় তাহাকে ব্যাকুল করিয়া দিল; বলিল, এমন হতেই পারেনা কমল, আমি বেঁচে থাকতে এ অসম্ভব। তোমার সম্বন্ধে আমি একটা দিনও এমন ক’রে ভেবে দেখিনি। এখনো যেন বিশ্বাস হতে চায়না যে, যে-কমলকে আমরা সবাইজানি সে-ই তুমি । কমলু কহিল, সবাই যা ইচ্ছে জামুক, কিন্তু আপনি কি কেবল তুদেরই একজন ? তার বেশি নয় ? এ প্রশ্নের উত্তর আসিলনা ;–বোধকরি অত্যন্ত কঠিন বলিয়াই।