পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন , ২৯৬ ধরিলেন। ছাপার অক্ষরে মনঃসংযোগ করা সম্ভবপর নয়, কিন্তু বেলার সঙ্গে মুখো-মুখি বসিয়া বাক্যালাপে প্রবৃত্ত হওয়া আরও অসম্ভব বলিয়া মনে হইল । s ভগবান দয়া করিলেন । একটা ছাতার মধ্যে সমস্ত পথ ঠেলাঠেলি করিয়া কৃচ্ছ্বব্রতধারী হরেন্দ্র-অজিত ঝড়ের বেগে আসিয়া ঘরে ঢুকিল । দু'জনেই অৰ্দ্ধেক-অৰ্দ্ধেক ভিজিয়াছে,—বৌদি কই ? আশুবাবু চাদ হাতে পাইলেন । আজিকার দিনে কেহ যে আসিয়া জুটিবে, এ ভরসা র্তাহার ছিলনা ; সাগ্রহে উঠিয়া বসিয়া অভ্যর্থনা করিলেন,—এসো অজিত, বোসো হরেন্দ্ৰ— *} বসি । বৌদি কোথায় ? ইস্ ! দু’জনেই যে ভারি ভিজে গেছো দেখচি– আজ্ঞে, হা । তিনি কোথায় গেলেন ? ডেকে পাঠাচ্চি, বলিয়া আশুবাবু একটা হুঙ্কার ছাড়িবার উদ্যোগ করিতেই ভিতরের দিকের পর্দা সরাইয়া নীলিমা আপনিই প্রবেশ করিল । তাহার হাতে দুখানি শুষ্ক বস্ত্র এবং জামা । অজিত কহিল, এ কি ? আপনি হাত গুণতে জানেন নাকি ? নীলিমা বলিল, গোণা-গঁথার দরকার হয়নি ঠাকুরপো, জানলা থেকেই দেখতে পেয়েছিলাম। একটি ভাঙা ছাতির মধ্যে যেভাবে তোমরা পরস্পরের প্রতি দরদ দেখিয়ে পথ চলছিলে, সে শুধু আমি কেম, বোধ করি দেশৃশুদ্ধ লোকের চোখে পড়েচে। 驅 জাণ্ডবাবু বলিলেন, একটা ছাতার মধ্যে দু’জনে ? তাইতে দু’জনকেই ভিজতে হয়েছে। এই বলিয়া তিনি হাসিলেন । o নীলিমা কহিল, ওঁরা বোধ হয় সমানাধিকার তত্বে বিশ্বাণী—অন্যায়, করেন—তাই চুল চিরে ছাতি ভাগ করে পৃথ হাটছিলেন । नNG