পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 9 - অজিত কহিল, জল অীসবার তো কোন লক্ষণ নেই। • হরেন্দ্ৰ কহিল, না । অতএব, আবার দু'জনে সেই ভাঙা-ছাতির মধ্যে মাথা গু জে সমানাধিকার-তত্ত্বের সত্যতা সপ্রমাণ করতে করতে অন্ধকারে পথ চলা, এবং অবশেষে আশ্রমে পৌছানো। অবশু, তার পরের ভাবনাটা নেই,—এখানে তা চুকিয়ে নেওয়া গেছে—সুতরাং, আর একবার ভুিজে কাপড় ছাড়া ও ওয়ে পড়া। {} আণ্ডাবু যুগ্র হইয়া বলিলেন, তাহলে তোমরা দু’জনে একেবারে পেট ভোরেই খেয়ে নিলেনা কেন ? হরেন্দ্র বলিয়া উঠিল, না, না, থাকৃ,—তাতে আর কি হয়েছে— আপনি সেজন্যে র্যস্ত হবেননা আৰ্ত্তবাবু" । নীলিমা প্রথমটা খিল্‌ খিল্‌ করিয়া হাসিয়া উঠিল, পরে অসুযোগের কণ্ঠে বলিল, ঠাকুরপো, কেন মিছে রোগ মানুষের উৎকণ্ঠা বাড়াও । আশুবাবুকে কহিল, উনি সন্ন্যাসী মানুষ, বৈরিগী-গিরিতে পেকে গেছেন, —এ দিক থেকে ওঁর ক্রটি কেউ দেখতে পাবে না। ভাবনা শুধু অজিতবাবুর জন্যে। এমন সংসর্গেও-যে উনি তাড়াতাড়ি সুপক হয়ে উঠতে পারছেন না সে ওঁর আজকের খাওয়া দেখলেই ধরা যায়। . হরেন্দ্র বলিল, বোধ হয় মনের মধ্যে পাপ আছে ঠাই। ধরা পড়বে একদিন । , অজিত লজ্জায় আরক্ত হইয়া কহিল, আপনি কি যে বলেন হুরেনবাবু!