পাতা:শেষ প্রশ্ন.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి లిన • শেষ প্রশ্ন আশুবাবু বলিল্লেন, এটা কিন্তু বাড়াবাড়ি অজিত । নীলিমা মাথা নাড়িয়া প্রতিবাদ করিল,—না একটুও বাড়াবাড়ি নয়। এ সত্যি । আশুবাবু বলিলেন, কিন্তু মেয়েটির যা’ বয়েস, তাকে তো বিকৃতির বয়স বলা চলেনা নীলিমৰ । নীলিমা কহিল, চলে। কারণ, ওতো কেবলমাত্র বছর গুণে মেয়েদের বেঁচে থাকুবার হিসেব নয়, এর আয়ুষ্কাল যে অত্যন্ত কম, এ কথা আর যেই ভুলুক, মেয়েদের ভুললে তো চলবেন । অজিত ঘাড় আড়িয়া খুশি হইয়া বলিল, ঠিক এই উত্তরটিই তিনি নিজে দিয়েছেন। বলেছেন,—“আজ থেকে সমাপ্তির শেষ প্রতীক্ষা করে থাকাই হবে অবশিষ্ট জীবনের একটি মাত্র সত্য। এতে সাস্বনা নেই, আনন্দ নেই, আশা নেই জানি, তবু তো উপহাসের লজ্জা থেকে বাছবো। ঐশ্বৰ্য্যের ভগ্ন-স্তৃপ হয়ত আজও কোন দুর্ভাগার মনোহরণ করতে পারে, কিন্তু সে-মুগ্ধতা তার পক্ষেও যেমন বিড়ম্বনা, আমার নিজের পক্ষেও হবে তেমৃনি মিথ্যে । যে-রূপের সত্যকার প্রয়োজন শেষ হয়েছে, তাকেই নানাভাবে, নানা সজ্জায় সাজিয়ে শেষ হয়নি’ ব’লে ঠকিয়ে বেড়াতে আমি নিজেকেও পারবোন, পরকেও না ।” o

  • আর কেহ কিছু কহিলনা, শুধু নীলিমা কহিল, সুন্দর। কথাগুলি আমার ভারি সুন্দর লাগলো-অজিতুবাবু।

সকলের মত হরেন্দ্রও একমনে শুনিতোছল ; সে এহ মস্তব্যে Tখুশী হইলনা কহিল, এ আপনার ভাবাতিশয্যের উচ্ছাস বৌদি, খুব ভেবে বলা নয়। উচু ডালে শিমূল-ফুলও হঠাৎ সুন্দর ঠেকে, তবু ফুলের দরবারে তার নিমন্ত্রণ পৌছোয় না s রমণীর দেহ