পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শের প্রশ্ন । ૭8ર যায়না বলেই দর্শকের দল হতাশ হয়ে ধিক্কার দিয়ে ঘরে ফেরে,— বলে ঐ তো সৰ্ব্বনাশ । 輸 『 নীলিমা বলিল, বলার হেতু আছে কমল। মণিমাণিক্য সকলের জন্যে নয়, সাধারণের জন্যেও নয় । আপাদ-মস্তক সোনা-রূপোর গয়না না পেলে যাদের মন ওঠেন, তারা তোমার ঐ এক ফোটা হীরেমাণিকের কদর বুঝবেনা। যাদের অনেক চাই তারা গেরোর ওপর অনেক গেরো লাগিয়েই তবে নিশ্চিন্ত হতে পারে। অনেক ভার, অনেক আয়োজন, অনেক যায়গা দিয়েই তবে জিনিসের দামের আন্দাজ তারা পায়। পশ্চিমের দরজা খুলে স্থৰ্য্যোদয় দেখানের চেষ্টা বৃথা হবে কমল, এ আলোচনা থাকৃ। t আশুবাবুর মুখ দিয়া আবার একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল, আস্তে আস্তে বলিলেন, বৃথা হবে কেন নীলিমা, বৃথা নয়। বেশ, চুপ করেই নাহয় থাকৃবো । If নীলিমা কহিল, না, সে আপনি করবেননা। সত্যি কি শুধু কমলের চিন্তাতেই আছে, আর পিতার শুভ-বুদ্ধিতে নেই ? এমন হতেই পারেনা। ওর পক্ষে যা সত্যি, মণির পক্ষে তা সত্যি না-ও হতে পারে। দুশ্চরিত্র স্বামীকে পরিত্যাগ করার মধ্যে যত সত্যিই থাকৃ, বেলার স্বামীত্যাগের মধ্যে একবিন্দু সত্যি নেই আমি জোর করে বলতে পারি। সত্য স্বামীকে ত্যাগ করার মধ্যেও নেই স্বামীর দাসীবৃত্তি করার মধ্যেও নেই, ও-দু’টো শুধু ডাইনে-বায়ের প্রথ, গন্তব্য স্থানটা আপনি খুজে নিতে হয়, তর্ক কোরে তার ঠিকানা মেলেনা । কমল নীরবে চাহিয়া রহিল । নীলিমা বলিতে লাগিল, স্বৰ্য্যের আসাটাই তার সবখানি নয়, তার চলে যাওয়াটাও এমৃনি বড় । রূপ-যৌবনের আকর্ষণটাই যদি ভালো