পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেয় প্রশ্ন ○88 বুদ্ধি বাড়ার প্রমাণ নয় দিদি। একদিন যারা বলেছিলো নর-নারীর ভালোবাসার ইতিহাসটাই হচ্চে মানব-সভ্যতার সবচেয়ে সত্য ইতিহাস, তারাই সত্যের খোজ পেয়েছিল সবচেয়ে বেশি, কিন্তু যারা ঘোষণা করেছিল পুত্রের জন্যেই ভাৰ্য্যার প্রয়োজন তারা মেয়েদের শুধু অপমান কোরেই ক্ষ্যায় হয়নি, নিজেদের বড় হবার পথষ্টাও বন্ধ করেছিল, এবং এই অসত্যের পরেই ভিত, পু তেছিল বলে আজও এ দুঃখের কিনারা হোলোনা । কিন্তু এ কথা আমাকে কেন কমল ? লরণ, আপনাকে জানানোই আজ আমার সবচেয়ে প্রয়োজন যে, চাটু-বাক্যের নানা অলঙ্কার গায়ে আমাদের জড়িয়ে দিয়ে যারা প্রচার করেছিল মাতৃত্বেই নারীর চরম সার্থকতা, সমস্ত নারী জাতিকে তারা বঞ্চনা করেছিল। জীবনে যে-কোন অবস্থাই অঙ্গীকার করুন দিদি, এই মিথ্যে নীতিটাকে কখনো যেন মেনে নেবেননা । এই আমার শেষ অনুরোধ। কিন্তু আর তর্ক নয়, আমি যাই। আশুবাবু শ্রান্তকণ্ঠে কহিলেন, এসো। নীচে তোমার জন্তে গাড়ী দাড়িয়ে আছে পৌঁছে দিয়ে আসবে। | কমল ব্যথার সহিত বলিল, আপনি আমাকে স্নেহ করেন,—কিন্তু কোথাও আমাদের মিল নেই। নীলিমা কহিল, আছে বই কি কমল । কিন্তু সে তো মনিবের ফরমাস মতো,কাটা ছাটা মানান করা মিল নয়, বিধাতার স্বষ্টির মিল। চেহারা আলাদা, কিন্তু রক্ত এক-চোখের আড়ালে শিরের মধ্যে দিয়ে বয়। তাই, বাইরের অনৈক্য যতই গণ্ডগোল বাধাকৃ, ভিতরের প্রচণ্ড আকর্ষণ কিছুতেই ঘোচেনা। 攣 কমল কাছে আসিয়া আণ্ডবাবুর কাধের উপর একটা হাত রাখিয়া