পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ථ8 ° • শেষ প্রশ্ন কিন্তু সন্দেহের কারণ সম্বন্ধে কমল কোন ঔৎসুক্য প্রকাশ * করিলনা । তাহার পরে হইতে অজিত অনর্গল বকিয়া বকিয়া অবশেষে এমন যায়গায় আসিয়া থামিয়াছে যেখানে অপর পক্ষের সাড়া না পাইলে আর অগ্রসর হওয়া চলেনা । ை, কমল অত্যন্ত মনোযোগে সেলাই করিতেই লাগিল যেন মাথা তুলিবার সময়টুকুও নাই। ' মিনিট দুই-তিন নিঃশব্দে কাটিল। আরো কতক্ষণ কাটিবে স্থিরতা নাই, অতএব, অজিতকে পুনরায় চেষ্টা করিতে হইল, বলিল মুশ্চির্য্য এই যে শিবনাথের আচরণ তোমার কাছে ধরাই পড়লোনু ! কমল মুখ তুলিলনা, কিন্তু ঘাড় নাড়িয়া বলিল, না। অর্থাৎ, তুমি এতই শাদা-সিধে যে কোন সন্দেহই করোনি, এ কি কেউ বিশ্বাস করতে পারে ? কেউ কিপারেনা পারে জানিনে, কিন্তু আপনিও কি পারবেননা ? অজিত বলিল, হয়ত পারি,—কিন্তু সে তোমার মুখের পানে চেয়ে —এমুনি পারিনে । এইবার কমল মুখ তুলিয়া হাসিল, কহিল, তাহলে চেয়ে দেখুন, বলুন, পারেন কি না । " * অজিতের চোখের দৃষ্টি জলিয়া উঠিল ; কহিল, তোমার কথাই সত্যি । তাকে অবিশ্বাস করোনি বলেই তার ফল দাড়ালো এই! দাড়িয়েছে মানি, কিন্তু আপনার তরফে সন্দেহ করার সুফল কি পরিমাণ হাতে পেলেন সেটাও খুলে বলুন ? এই বলিয়া সে পুনরায় একটুখানি হাসিয়া কাজে মন দিল। ইগুপ্তরে , অজিত সংলগ্ন-অসংলগ্ন নানা কথা মিনিট দশ-পনেরো