পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫১ * শেষ প্রশ্ন ঠিকটি উপলব্ধি করতে পারবেনা। দোতালায় বারান্দায় দাড়িয়ে আমার তো হঠাৎ মনে হয়েছিল একদল কচ সার বেঁধে বুঝি স্বর্গ থেকে আশ্রমে এসে ঢুকূটে। একটা ভরসা পেলাম, আমাদের আশ্রমটা ভেঙে গেলে তারা না-খেয়ে মারা যাবেনা দৈশের কোন- একটা কলা-ভবনে গিয়ে মডেলের কাজ নিতে পারবে । কমল কহিল, লোকে বলে আপনি আশ্রম তুলে দিচ্চেন, এ কি সত্যি ? সত্যি। তোমার বাক্যবাণ আমার সহ হয়না। সতীশের এখানে আসার সেও এক্সটা হেতু । ওর ধারণা তুমি আসলে ভারতীক্ষরমণী নও তাই ভারতের নিগূঢ় সত্য-বন্ধটিকে তুমি চিনতেই পারোনা। সেইটি তোমাকে ও বুঝিয়ে দিতে চায়। বুঝবে কিনা সে তুমিই জানো, কিন্তু ওকে আশ্বাস দিয়েছি যে আমি যাই করিনা কেন ওদের ভয় নেই। কারণ, চতুবিধ আশ্রমের কোন আশ্রমটি অজিতকুমার নিজে গ্রহণ করবেন সঠিক সম্বাদ না পেলেও, পরম্পরায় এখবরটুকু পাওয়া গেছে যে, তিনি বহু অর্থ ব্যয়ে এমন দশ-বিশটা আশ্রম নানা স্থানে খুলে" দেবেন। ওঁর অর্থও আছে, দেবার সামর্থও অাছে। তার একটার নায়কত্ব সতীশের জুটুবেই। কমল মুখ টিপিয়া হাসিয়া কহিল, দানশীলতার মত দুষ্কৃতি চাপ দেবীর এমন আচ্ছাদন আর নেই। কিন্তু ভারতের সত্য-বস্তুটি আমাকে বুঝিয়ে দিয়ে সতীশবাবুর লাভকি হবে? আশ্রম তুলে তেও আৰুি হরেনবাবুকে বলিনি, টাকার জোরে ভারতবর্ষময় আশ্রম খুলতেও আঁমি অজিতবাবুকে নিষেধ কোরবনা। আমার আপত্তি শুধু ঐটিকে সত্য বুলে মেনে নেওয়ায়। তাতে কার কি ক্ষতি ? সতীশু শ্লিীত ক্লঃে খলিল, ক্ষতির পরিমাণ বাইরে দেখা যাবেনা।