পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} ○&りQ শেষ প্রশ্ন স্থানে-স্থানে আবর্জনা জমিয়াছে, সেগুলা পরিষ্কার করিবার আর বোধ

  • হয় আবখ্যক ছিলনা। কেমন একটা শ্ৰীহীন ভাব ; গৃহস্বামী যে

পলায়নোন্মুখ তাহাঁ চাহিলেই বুঝা যায়। কমল উপরে উঠিয়া আণ্ডবাবুর বসিবার ঘরে গিয়া প্রবেশ করিল। বেলা অপরাহ্লের কাছাকাছি, তিনি আগেকার মতই চেয়ার পা ছড়াইয়া শুইয়াছিলেনু, ঘরে আর কেহ ছিলনা, পর্দা সরানোর শব্দে তিনি চোখ মেলিয়া উঠিয়া বসিলেন। কমলকে বোধ হয় তিনি আশা করেন নাই ; একটু বেশি মাত্রায় খুলি হইয়া অভ্যর্থনা করিলেন,—কমল যে ! এসো মা এসো। র্তাহার মুখের পানে চাহিয়া কমলের বুকে ঘা লাগিল,--এ,কি ? আপনাকে যে বুড়োর মত দেখাচ্ছে কাকাবাবু ? . আগুবাবু, হাসিলেন,—বুড়ো ? সে তো ভগবানের আশীৰ্ব্বাদ কমল । ভেতরে-ভেতরে বয়স যখন বাড়ে, বাইরে তখন বুড়ো নাদেখানোর মত দুর্ভোগ আর নেই। ছেলেবেলায় টাক পড়ার মতই করুণ। , 1 * কিন্তু শরীরটাও তো ভালো দেখাচ্চেনা ? না । o কিন্তু, আর বিস্তারিত প্রশ্নের অবকাশ দিলেন না, জিজ্ঞাসা করিলেন তুমি কেমন আছে৷ কমল ? ভালো আছি। আমার তো কখনো অসুখ করেনা কাকাবাবু। তা জানি। না দেহের নামনের। তার কারণ, তোমার লো নেই। কিছুই চাওনা বলে ভগবান" হাতে ঢেলে দেন। জামাকে ? দিতে কি দেখলেন বলুন ত ? • আগুবাবু কহিলেন, এ তো ডেপুটির আদালত নয় মা, যে ধম দিয়ে মামল জিত্বে নেবে? তা সে যাই হোক, তবু মানি, যে দ্বনিয়া