পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৫ : .শেষ প্রশ্ন আপনাকেও বলি,সংসারে অনেক ঘটনার মধ্যে বিবাহটাও একটা ঘটনা ৭—তার বেশি নয়। ওটাকেই নারীর সর্বস্ব বলে যে দিন মেনে নিয়েছেন সেই দিনই সুরু হয়েছে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজিডি । দেশান্তরে যাবার পূৰ্ব্বে নিজের মনের এই মিথ্যের শেকল থেকে নিজের মেয়েকে মুক্তি দিয়ে যান, কাকাবাবু, এই আমার আপনার কাছে শেষ মিনতি । g হঠাৎ দ্বারের কাছে পদশব্দ শুনিয়া উভয়েই চাহিয়া দেখিল । হরেন্দ্র প্রবেশ করিয়া কহিল, বোঁ ঠাকরুণকে আমি নিয়ে যেতে এসেচি, আওবাবু, উনি প্রস্তুত হয়েছেন—আমি গাড়ী আনতে পাঠিয়েচি । আপ্তবাবুর মুখ পাংগু হইয়া গেল, কহিলেন, এখুনি ? " কিন্তু বেলা তো নেই ? ' ' হরেন্দ্র বলিল, দশ-বিশ ক্রোশ দুর নয়, মিনিট পাচেকেই পৌঁছে যাবেন । তাহার মুখ যেমন গম্ভীর, কথাও তেমনি নারস । অাণ্ডবাবু আস্তে আস্তে বলিলেন, তা পড়ে। কিন্তু সন্ধ্যা হয়,— আজি কি না গেলেই নয় ? 曾 হরেন্দ্র পকেট হইতে একটুকুর কাগজ বাহির করিয়া কহিল, আপনিই বিচার করুন। উনি লিখেছেন, “ঠাকুরপো, এখান থেকে আমাকে নিয়ে যাবার উপায় যদি না করতে পারো আমাকুে জানিয়ে। কিন্তু কাল বোলোনা যে আমাকে জানাননি কেন ? নীলিমা ।” আপ্তবাবু স্তব্ধ হইয়া রহিলেন। হরেন্দ্র বলিল, নিকট আত্মীয় বলে আমি দাবি করতে পারিনে,