পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । ○"や কিন্তু ওঁকে তো আপনি জানেন, এ চিঠির পরে বিলম্ব করতেও আর ভরসা হয়না । তোমার বাসাতেই তো থাকৃবেন ? হা,—অন্ততঃ, এর চেয়ে সুব্যবস্থা যতদিন না হয়। ভাবলাম, এ বাড়ীতে এতদিন যদি ওঁর কেটে থাকে ও-বাড়ীতেও দোষ হবেনা। আশুবাবু চুপ করিয়া রহিলেন। এ কথা বলিলেননা যে এতকাল এ স্বযুক্তি ছিল কোথায় ? বেহার ঘরে ঢুকিয়া জানাইল, মেম-সাহেবের জিনিস-পত্রের জন্য ম্যাজিষ্ট্রেট সাহেবের কুঠি হইতে লোক আসিয়াছে। জুাপ্তবাবু বলিলেন, তার যা-কিছু আছে দেখিয়ে দাওগে । _ কমলের চোখের প্রতি চোখ পড়িতে কহিলেন, কাল সকালে .এ-বাড়ী থেকে বেলা চলে গেছেন। ম্যাজিষ্ট্রেটের, স্ত্রী,ঔর বান্ধবী । একটা সুখবর তোমাকে দিতে ভুলেছি, কমল । বেলার স্বামী এসেছেন নিতে,—বোধ হয় ওঁদের একটা reconciliation হোলো । কমল কিছুমাত্র বিস্ময় প্রকাশ করলনা, শুধু কহিল, কিন্তু এখানে * এলেননা যে ? o আগুবাবু বলিলেন, বোধ হয় আত্ম-গরিযায় বাধলো। যখন বিবাহ বন্ধন ছিন্ন করার মামূলা ওঠে, তখন বেলার বাবার চিঠির উত্তরে আমি সম্মতি দিয়েছিলাম। ওর স্বামী সেটা ক্ষমা করতে পারেনি। আপনি সম্মতি দিয়েছিলেন ? . . আগুবাবু বুলিলেন, এতে আশ্চৰ্য্য ফুেচ্চ কেন কমল ? চরিত্র দোষে যে স্বামী অপরাধী তাকে ত্যাগ করায় আমি অন্যায় দেধিনে। এ অধিকার কেবল স্বামীর আছে, স্ত্রীর নেই এমন কথা আমি ময়মতে পারিনে । কমল নিৰ্ব্বাক হইয়া রহিল। তাহার চিন্তার মধে্যুষে কপিটা নাই