পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ථH- ඌ • শেষ প্রশ্ন . অাণ্ডবাবু মনে মনে বিরক্ত হইয়া বলিলেন, তুমি পারলেই হোলে । চিন্‌তে তুমি পারচো ত অক্ষয় ? কলি কহিল, প্রশ্নটি অন্যায় আশুবাবু । মানুষ-চেনা ওঁর নিজস্ব বৃত্তি । ওখানে সন্দেহ করা ওঁর পেশীয় ঘা দেওয়া । - কথাটি এমন করিয়া বলিল যে এবার আর ক্লেহ হাসি চাপিতে পারিলনা, কিন্তু পাছে এই দুঃশাসন লোকটি প্রত্যুত্তরে কুৎসিত কিছু বলিয়া বসে, এই ভয়ে সবাই শঙ্কিত হইয়া উঠিল। আজিকার দিনে অক্ষয়কে আহবান করার ইচ্ছা হরেন্দ্রর ছিলনা, কিন্তু সে বহুদিন পরে ফিরিয়াছে, না, বলিলে অতিশয় বিত্র দেখাইবে ভাবিয়াই নিমন্ত্রণ করিয়াছে। সভয়ে, সবিনয়ে কহিল, আমাদের এই সহর থেকে, হয়ত বা এ দেশ থেৱকই আগুবাবু চলে যাচ্চেন ; ওঁর সঙ্গে পরিচিত হওয়া” যে কোন মানুষেরই ভাগ্যের কথা । সেই সৌভাগ্য আমরা পেয়েছি । আজ ওঁর দেহ অসুস্থ, মন অবসন্ন, আজ যেন আমরা সহজ সৌজন্তের 量 Ö Ö মধ্যে ওঁকে বিদায় দিতে পারি • কথা কয়টি সামান্ত, কিন্তু ওই শান্ত, সহৃদয় প্রৌঢ় ব্যক্তিটির মুখের । দিকে চাহিয়া সকলেরই হৃদয় স্পর্শ করিল আণ্ডবাপু সঙ্কোচ বোধ করিলেন । বাক্যালাপ তাহাকে অবলম্বন করিয়া না প্রবর্তিত হয় এই আশঙ্কায় তাড়াতাড়ি নিজেই অন্য কথা পাড়িলেন, বলিলেন, অক্ষয়, খবর পেয়েছে। বোধ হয় হরেন্দ্রর ব্রহ্মচর্য্য" আশ্রমটা আর নেই। জেজু আগেই বিদায় নিয়েছিলেন, সেদিন (D সতীশও গেছেন। যে-ক’টি ছেলে বর্তমান আছে, হরেন্দ্রর অভিলাষ জগতের সোজা পথেই তাদের মাস্থ্য কোরে তোলেন । তোমরা সকলে অনেক দিন অনেক কথাই বলেছে, কিন্তু ফল হয়নি। তোমাদের কর্তব্য Q 粤 কমলকে ধন্যবাদ দেওয়া ।