পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন • । \లిసెe জোরকেই সপ্রমাণ করেছে, চিন্তার সত্যকে প্রমাণিত করেনি। যোগ কাকে বলে আমি জানিনে, কিন্তু এ যদি নির্জনে বসে কেবল আত্ম-' বিশ্লেষণ এবং আত্ম-চিন্তাই হয় তো, এই কথাই জোর করেখবো যে এই দু’টো সিংহ-দ্বার দিয়ে সংসারে যত ভ্ৰম, যত মোহ ভিতরে প্রবেশ করেছে, এমনু আৰু কোথাও দিয়ে না। ওরা অজ্ঞানের সহচর। , শুনিয়া শুধু আশুবাবু নয়, হরেন্দ্রও বিস্ময় ও বেদনায় নীরব হইয়া রহিল । সেই ছেলেটি পুনৰ্ব্বার আসিয়া জানাইল খাবার দেওয়া হইয়াছে। .সকলেই নীচে নামিয়া গেল । S_Er আহারান্তে অক্ষয় কমলকে ঐফজুল্লত্ত নিরালায় পাইয়া চুপি চুপি বলিল, শুনতে পেলাম আপনারা চলে যাচ্চেন । পুরিচিত সকলের বাড়ীতেই আপনি এক-আধকার গেছেন, শুধু আমারই ওখানে— আপনি ! কমল অতিমাত্রায় বিক্ষিক্ত হইল। শুধু কণ্ঠস্বরের পরিবর্তনে নয় ; তুমি বলিয়া তাহাকে সবাই ডাকে, সে অভিযোণ্ডু করেন্থা, অভিমানও করেন । কিন্তু অক্ষয়ের অন্য কারণ ছিল । এই স্ত্রীলোকটিকে, আপনি বলাটা সে বুড়তুড়ি এমন কিভদ্র-আচরণের অপব্যবহার বলিয়াই মনে করিত। কমল ইহা জানিত ৭ কিন্তু এই অতি ক্ষুদ্ৰাইতরত্নায় দৃকপাত করিতেও তাহার লজ্জা করিত। পাছে একটা তর্কাতর্কি কলহের বিষয় হইয়া উঠে এই ছিল তার ভয় । হাসিয়া বলিল, আপনি তো কখনো যেতে বলেননি ?