পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(రిన్స్ ) শেষ প্রশ্ন , না। সেটা অামার অন্যায় হয়েছে। চলে যাবার আগে কি আর সময় হবেনা ? ক্ষির্কোরে হবে অক্ষয়বাবু, আমরা যে কাল ভোরেই যাচ্চি। ভোরেই ? একটু থামিয়া বলিল, এ অঞ্চলে যদি কখনো আসেন আমার গৃহে আপনার ৰিমন্ত্রণ রইলো। • কমল হাসিয়া কহিল, একটা কথা জিজ্ঞেসা করতে পারি অক্ষয়বাবু ? হঠাৎ আমার সম্বন্ধে আপনার মত বদলালো কি কোরে ? বরঞ্চ, আরো ত কঠোর হবারই কথা । অক্ষয় কহিল্প, সাধারণতঃ, তাই হোতো বটে। কিন্তু এবার দেশ" থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আপনার ঐ পূিউরিটানদের দৃষ্টান্ত আমার ভেতরে গিয়ে লেগেছে। আর কেউ কিছু বুঝলেন কি না • জানিনে,-না-বোঝাও আশ্চাধ্য নয়,—কিন্তু, আমি অনেক কথাই জামি । আর একটা কথা । আমাদের গ্রামের প্রায় চোদ-আন৷ মুসলমান, ওরা তো সেই দেড় হাঙ্গের বছরের পুরনো সত্যেই আজও দৃঢ় হয়ে আছে, সেই বিধি-নিষেধ, আইন-কাল, আচার-অম্বষ্ঠান,— কিছুই তো ব্যত্যয় হয়নি। কমল কহিল, ওঁদের সুস্বন্ধে আমি প্রায় কিছুই জানিনে, জানবার কখনো সুযোগও হয়নি। যদি আপনার , কথাই সত্যি হয় তো কেবল উইঢুকুই বলতে পারি যে ওঁদেরও ভেবে দেখ বার দিন এসেছে। সত্যের • সীমা যে কোন-একটা-অস্ট্রীত দিনেই সুনির্দিষ্ট হয়ে যায়নি. এ সত্য ওঁদেরও একদিন মানতে হবে কিন্তু উপরে চলুন। না, আমি এখান থেকেই বিদায় নেবো । মামার জুন পীড়িত । এত লোককে দেখেছেন একবার তাকে দেখবেননা ? কমল-কৌতুলুলবশতঃ জিজ্ঞাসা করিল, তিনি কেমন দেখতে ?