পাতা:শেষ প্রশ্ন.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ۹ وت আশুবাবু হাসিলেন, বলিলেন, প্রশ্নটা ঠিক অধ্যাপকের মত হ’লনা । যাই হোকৃ—না, তার কাছে নেই। • তা’হলে আত্ম-সংযমেরও দাম নেই ? তার কাছে নেই। সংযম যেখানে অর্থহীন সে শুধু নিফল আত্মপীড়ন । • আর, তাই নিয়ে নিজেকে বড় মনে করা কেবল্প আপনাকে ঠকানো নয়, পৃথিবীকে ঠকানো। তার মুখ থেকে শুনে মনে হোলে৷ কমল এই কথাটাই কেবুল বলতে চায়। এই বলিয়া তিনি ক্ষণকাল মৌন থাকিয়া,কহিলেন, কি জানি সে কোথা থেকে এ ধারণা পেলে, কিন্তু হঠাৎ শুনলে ভারি বিস্ময় লাগে। মনোরমা বলিয়া উঠিল,—বিস্ময় লাগে ! সৰ্ব্বশরীরে জালা ধরেনা ? O Q বাবা, কখনো কোন কথাই কি তুমি জোর করে বলতে পারবেন ? যে-যা বলবে তাতেই হা দেবে ? 静 আগুবাবু বলিলেন, ই তো দিইনি মা। কিন্তু বিরাগ-বিশ্লেষ নিয়ে বিচার করতে গেলে কেবল এক পক্ষই ঠকেনা, অন্য পক্ষও ঠকে। যে সব কথা তার মুখে আমরা গুজে দিতে চাই, ঠিক সেই কথাই কমল বলেনি। সে যা বললে তার মোট কথাটা বোধহয় এই যে, সুদীর্ঘ সংস্কারে যে তত্ত্বকে আমরা রক্তের মধ্যে দিয়ে সত্য বলে পেয়েছি সে শুধু প্রশ্নের একটা দিক। অপর দিকও আছে। কেবল চোখ বুজে মাথা নাড়লেই হবে কেন মনি । মনোরমা বলিগ, বাবা, ভারতবর্ষে এতকাল ধ’রে কি সে দিকটা দেখাবার লোক ছিলনা ? তাহার পিতা একটুখানি হাসিয়া কাহলেন এ অত্যন্ত রাগের কথা মা ! নইলে এ তুমি নিজেই ভালো করে জানো যে, শুধু কেবল আমাদের দেশেই নয়, কোন দেশেই মানুষের পূর্ব-গামীরা শেষ প্রশ্নের