পাতা:শেষ প্রশ্ন.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন \ყს• জবাব দিয়ে গেছেন এমন হতেই পারেনা। তাহলে স্বষ্টি থেমে যেতো । এর চলার আর কোন অর্থ থাকতোনা । হঠাৎ তাহার চোখে পড়িল অজিত একদৃষ্টে চাহিয়া আছে। বলিলেন, তুমি বোধকরি কিছুই বুঝতে পারচোন,—না ? অজিত ঘুড় নাড়িলে, আগুবাবু ঘটনাটা আনুপুৰ্ব্বিক বিবৃত করিয়া কহিলেন, অক্ষয় কি-যে পবিত্র হোম-কুণ্ডের আগুন জেলে দিলেন লোকে চেয়ে দেখবে কি, ধুয়ার জালায় চোখ খুলতেই পারলেন। মুধচ, মজা এই যে আমাদের মামূলা হোলো শিবনাথের বিরুদ্ধে, আর দণ্ড দিলাম কমলকে । তিনি ছিলেন এখানকার একজন অধ্যাপক, মদ খাবার অপরাধে গেল তার চাকৃরি, রুগ্ন স্ত্রীকে ত্যাগ করে ঘরে আনলেন কমলকে । বললেন, বিবাহ হয়েছে শৈব মতে,—অক্ষয়বাবু ভিতরে ভিতরে সংবাদ আনিয়ে জানলেন, সব ফাকি । জিজ্ঞাসা করা হলো মেয়েটি কি ভদ্র-ঘরের ? শিবনাথ বললেন, সে র্তাদের বাড়ীর দাসীর কন্যা । প্রশ্ন করা হলো মেয়েটি কি শিক্ষিতা ? শিবনাথ জবাব দিলেন শিক্ষার জন্যে বিবাহ করেননি, করেছেন রূপের জন্তে । শোন কথা । কমলের অপরাধ আমি কোথাও খুজে পাইনে, অজিত, অথচ তাকেই দুর করে দিলাম আমরা সকল সংসর্গ থেকে। আমাদের ঘৃণাটা পড়লো গিয়ে তার পরেই সবচেয়ে বেশি। আর এই হোলো সমাজের সুবিচার ! মনোরমা • কহিল, তাকে কি সমাজের মধ্যে ডেকে আনতে চাণ্ড বাবা ? আঙুবাবু বলিলেন, আমি চাইলেই তুবে কেন মা ? সমাজে অক্ষয়বাবুও ত আছেন, তারাষ্ট্র ত প্রবল পক্ষ। মেয়ে জিজ্ঞাসা . করিল, তুমি একলা হলে ডেকে আনতে বোধহয় ?