পাতা:শেষ প্রশ্ন.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯ শেষ প্রশ্ন পিতা তাহার স্পষ্ট জবাব দিলেননা, কহিলেন, ডাকৃতে গেলেই কি সবাই আসে মা ? o অজিত বলিল, আশ্চৰ্য্য এই যে আপনার মতের সঙ্গেই তার সবচেয়ে বিরোধ, অথচ আপনারই স্নেহ পেয়েছেন তিনি সবচেয়ে বেশি। অবিনাশ বলিলেন, তার কারণ আছে অজিতবাবু। কমলের আমরা কিছুই জানিনে, জানি শুধু তার বিপ্লবের মতটাকে । আর জানি তার অখণ্ড মন্দ দিকটাকে । তাই তার কথা শুনলে আমাদের ভয়ও হয়, রাগও হয়। ভুকি এইবার গেল বুঝি সব । আণ্ডবাবুকে উদ্দেশ করিয়া কহিলেন, ওঁর নিষ্পাপ দেহ, নিষ্কলুষ মন, সন্দেহের ছায়াও পড়েন, ভয়েরও দাগ লাগেনা । মহাদেবের ভাগ্যে বিষই বা কি, আর অমৃতই বা কি, গলাতেই আটুকাবে, উদরস্থ হবেনা। দেবতার দলই আসুক, আর দৈত্য-দানাতেই ঘিরে ধরুক, নির্লিপ্ত মিৰ্ব্বিকার চিত্ত,—শুধু বাতে কাবু না করলেই উনি খুসি। কিন্তু আমাদের ত— কথা শেষ হইলনা, আগুবাবু অকস্মাৎ দুইহাত তুলিয়া তাহাকে থামাইয়া দিয়া কহিলেন, আর দ্বিতীয় কথাটি উচ্চারণ করবেননা অবিনাশবাবু, আপনার পায়ে পড়ি। নিরবচ্ছিন্ন একটি যুগ বিলেতে কাটিয়ে এসেছি, সেখানে কি-করেছি, না-করেছি নিজেরই মনে নেই, লুক্ষয়ের কানে গেলে আর রক্ষে থাকবেনা। একেবারে নাড়ী-নক্ষত্র টেনে বার করে আনবে । তখন ? O অবিনাশ সবিস্ময়ে কহিলেন,আপনি কি বিলেত গিয়েছিলেন না কি স্বাশুবাবু বলিলেন, ই, সে দ্বষ্কাৰ্য্য হয়ে গেছে। মনোরম,কহিল, ছেলেবেলা থেকে বাকীর সমস্ত এডুকেশনটাই হয়েছে ইয়োরোপে। বাবা ব্যারিষ্টার। বাবা ডক্টর।