পাতা:শেষ প্রশ্ন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন এবার অজিত হাসিল । বলিল, সে প্রমাণ হয়না, কিন্তু এ প্রমাণ হয় যে আপনি তার্কিক কম নয়। আপনার সঙ্গে কথায় পূেরে ওঠা ভার। অর্থাৎ যাকে বলে কুট-তার্কিক তাই আমি ? অজিত কহিল, না, তা নয়, কিন্তু শেষ ফল যাঁর দুঃখেই শেষ হয় তার গোড়ার দিকে যত আনন্দই থাকৃ, তাকে সত্যকার আনন্দ-ভোগ বলা চলেনা । এ তে আপনি নিশ্চয়ই মানেন ? O কমল বলিল, না আধুি মানিনে। আমি মানি, যখন যেটুকু পাই তাকেই যেন সুত্যি বলে মেনে নিতে পারি। দুঃখের দাহ যেন আমার বিগত-সুখের শিশিরবিন্দুগুলিকে শুষে ফেলতে না পারে। সে যত অল্পই হোক, পরিমাণ ,তার যত তুচ্ছই সংসারে গণ্য হোক, তবুও যেননা তাকে অস্বীকার করি। একদিনের আনন্দ যেন-না আর-একদিনের নিরানন্দর কাছে লজ্জাবোধ করে । এই বলিয়া সে ক্ষণকাল স্তব্ধ থাকুিয়া কহিল, এ জীবনে মুখ দুঃখের কোনটাই সত্যি নয় জর্জিতবাবু, সত্যি শুধু তার চঞ্চল মুহূৰ্ত্তগুলি,লত্যি শুধু তার চলে যাওয়ার ছন্দর্টুকু। বুদ্ধি এবং হৃদয় দিয়ে একে পাওয়াই হো সত্যিকার পাওয়: । এই কি ঠিক নয় ? এ প্রশ্নের উত্তর অজিত দিতে পারিলনা, কিন্তু তাহার মনে হইল অন্ধকারেও অপরের দুইচক্ষু একান্ত আগ্রহে তাঁহার প্রতি চাহিয়া আছে । সে যেন নিশ্চিত কিছু একটা শুনিতে চায়। কৈ জবাব দিলেননা ? আপনার•কথাগুলো বেশ স্পষ্ট বুঝতে পারলামনা। পারলেননা ? না । .اقس একটা চাপা নিশ্বাস পড়িল। তাহার পরে কমল ধীরে ধীরে বলিল,