পাতা:শেষ প্রশ্ন.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শেষ প্রশ্ন অন্যায়। বাড়ী শুদ্ধ লোক তেবে সারা,—নিশ্চয় কিছু একটা হয়েছিল। তাই তো বাবা বার বার বারণ করেন একলা যেতে। এই সকল প্রশ্ন ও মন্তব্যের অজিত একটারও জবাব দিলনা । মনোরমা কহিল, কিন্তু তিনি কখনই-সুতে পারেননি। নিশ্চয় জেগে আছেন। তাকে একটা খবর দিইগে। অজিত কহিল, দরকার নেই । তিনি আমাকে দেখেই তবে শুতে গেছেন | 0 ( ) দেখেই শুতে গেছেন ? তবে আমাকে একটা খবর দিলেনা কেন ? তিনি মনে করেছিলেন তুমি ঘুমিয়ে পড়েছে । ঘুমিয়ে পোড়ব কি রকম ? এখনো ত আমার খাওয়া হয়নি পৰ্য্যন্ত । Q তাহলে খেয়ে শোওগে । রাত আর নেই। তুমি খাবেনা ? O না। এই বলিয়া অজিত জানালা হইতে সরিয়া গেল । বাঃ ! বেশ তে কথা ! ইহার অধিক কথা তাহার মুখে ফুটিলন । কিন্তু ভিতর হইতেও আর জবাব আসিলনা । বাহিরে একাকী মনোরমা স্তব্ধ হইয়া দাড়াইয়া রহিল। পীড়াপীড়ি করিয়া, রাগ করিয়া, নিজের জিদ বজায় রাখিতে তাহার জোড়া নাই,—এখন কিসে যেন তাহার মুখ লুটিয়া বন্ধ করিয়া রাখিল। অজিত রাত্রি শেষ করিয়া গুহে ফিরিয়াছে, —বাড়ীশুদ্ধ সকলের দুশ্চিন্তার অন্ত নাই,—এতবড় অপরাধ করিয়াও সে-ই তাহাকে অপমানের একশেষ করিল, কিন্তু এতটুকু প্রতিবাদের ভাযাণ্ডু তাহার মুখে আসিলন। এবং শুধু কেবল জিরাই নিৰ্ব্বাক নয়, সমস্ত দেহদুই যেন কিছুক্ষণের মত বিশ হইয়া রহিল। জানালায় কেহ ফিরিয়া আসিলন, সে রহিল কি গেল এটুকু জানারও কেহ