পাতা:শেষ প্রশ্ন.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Ե-Ե* প্রয়োজন বোধ করিলনা । গভীর নিশীথে এমনি নিঃশব্দে দাড়াইয়। মনোরমা বহুক্ষণ পরে ধীরে ধীরে চলিয়া গেল। সকালেই বেহারার মুখে আণ্ডবাবু খবর পাইলেন কাল অজিত কিম্বা মনোরম কেহঁই আঁহার করে নাই। চা খাইতে বসিয়া তিনি উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিলেন, কাল তোমার নিশ্চয়ই ভয়ানক কিছু একটা এ্যাকৃসিডেন্ট ঘটেছিল, না ? অজিত বলিল, না । তবে নিশ্চয় হঠাৎ তেল ফুরিয়ে গিয়েছিল' না, তেল যথেষ্ট ছিল । তবে এত দেরি হল যে ? অজিত শুধু কহিল, এমনিই। মনোরমা নিজে চ খায়না । সে পিতাকে চা তৈরি করিয়া দিয়া একবাটি চুন ও খাবাবের থালাটা অজিতের দিকে বাড়াইয়া দিল, কিন্তু প্রশ্নও করিলনা, মুখ তুলিয়াও চাহিলন। উভয়ের এই ভাবান্তর পিতা লক্ষ্য করিলেন । আহার শেষ করিয়া অজিত স্বান করিতে গেলে তিনি কস্তাকে নিরালায় পাইয়া উদ্বিগ্ন কণ্ঠে কহিলেন, না মা, এটা তালো নয়। অজিতের সঙ্গে আমাদের সম্বন্ধ যত ঘনিষ্ঠই হোকৃ, তবুও এ বাড়ীতে তিনি অতিথি । অতিথির যোগ্য মর্য্যাদা তাকে দেওয়া চাই । মনোরমা, কহিল, দেওয়া চাইনে এ কথা তো আমি বলিনি বাক । না নু বলোনি সত্যি, কিন্তু আমাদের আচরণে কোনরূপ বিরক্তি প্রকাশ পাওয়াও অপরাধু। * মনোরমা বুলিল, তা’ মানি । কিন্তু আমার আচরণে অপরাধ হয়েছে এ তুমি কার কাছে শুনলে ?