পাতা:শেষ প্রশ্ন.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

మలి শেষ প্রশ্ন বাজনা শুনবে কে ? মণি? আচ্ছা, সে সব আর একদিন হবে, এখন, যাও তুমি মোটর নিয়ে একটু ঘুরে এসোগে । কিন্তু বেশি দেরি করতে পাবে না। আর তোমার একলা যাওয়া চলুবেন তা’ বলে দিচ্চি। ড্রাইভার ব্যাটা যে কুড়ে হয়ে গেল। এই বলিয়া তিনি একটা মুকঠিন সমস্তার • অভাবনীয় সুমীমাংসা করিয়া উচ্ছল আনন্দে আরামকেদারায় চিৎ হইয়া পড়িয়া ফেঁাস করিয়া পরিতৃপ্তির দীর্ঘশ্বাস মোচন করিলেনf সঙ্গে সঙ্গে বলিলেন, তুমি যাবে টাঙ্গা ভাড়া কোরে বেড়াতে ? ছি! মনোরম ধরে পা দিয়া অজিতকে দেখিয়া ঘাড় বাকাইয়া দাড়াইল । সুড়া পাইয়া আঞ্চবাবু আবার সোজা হইয়া বসিলেন, সকৌতুক স্নিগ্ধহাস্তে মুখ উজ্জ্বল করিয়া কহিলেন, বলি আজকের কথাটা মনে আছে তো মা ? না একদম্ ভূলে বসে আছো ? কি বাবা ? আজ যে সকলের নেমত্যন্ন ? - তোমাদের গানের পালা শেষ হলে তাদের যে আজ খাওয়াবে,—বলি, মনে আছে তো ? মনোরমা মাথা নাড়িয়া কহিল, আছে বই কি ! মোটর পাঠিয়ে দিয়েছি তাদের আনতে। মোটর পাঠিয়েছে আনতে ? কিন্তু খাওয়া-দাওয়া ? • মণি কহিল, সমস্ত ঠিক আছে বাবা, ক্রটি হবেনা। আচ্ছা, বলিয়া তিনি পুনরায় চেয়ারে হেলাম :দিয়া পড়িলেম । র্তাহার মুখের পরে কে যেন কালি লেপিয়া দিল । মনোরম চলিয়া গেল। অজিতওঁ বাহির হইয়া যাইতেছিল, আশুবাবু তাহারে ঈঙ্গিতে নিষেধ করিয়া বহুক্ষণ নীরব হইয়া রহিলেন। পরে উঠিয়া বসিয়া কহিলেন, অজিত, মেয়ের হয়ে ক্ষমা চাইতে আমার