পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সেই মুহুর্তেই
আমাদের অজ্ঞাত ঋতুপর্যায়ের আবর্তন
তােমার জলে স্থলে বাষ্পমণ্ডলীতে
রচনা করছে সৃষ্টিবৈচিত্র্য।
তােমার সেই একেশ্বর যজ্ঞে
আমাদের নিমন্ত্রণ নেই,
আমাদের প্রবেশদ্বার রুদ্ধ।

হে পণ্ডিতের গ্রহ,
তুমি জ্যোতিষের সত্য
সে কথা মানবই,
সে সত্যের প্রমাণ আছে গণিতে।
কিন্তু এও সত্য, তার চেয়েও সত্য,
যেখানে তুমি আমাদেরই
আপন শুকতারা, সন্ধ্যাতারা-
যেখানে তুমি ছােটো, তুমি সুন্দর-
যেখানে আমাদের
হেমন্তের শিশিরবিন্দুর সঙ্গে তােমার তুলনা,
যেখানে শরতের শিউলি ফুলের উপমা তুমি-
যেখানে কালে কালে
প্রভাতে মানবপথিককে.
নিঃশব্দে সংকেত করেছ

১০১