পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

খােলা জানলার সামনে দেখা যায় গলি,
একটা হলদে গ্যাসের আলাের খুঁটি
দাঁড়িয়ে আছে একচোখাে ভূতের মতাে।
পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া।
গলির মােড়ে সদর রাস্তায়
বেলফুলের মালা হেঁকে গেল মালী।
পাশের বাড়ি থেকে
কুকুর ডেকে উঠল অকারণে।
ন’টার ঘণ্টা বাজল দেউড়িতে।

অবাক হয়ে শুনছি রােঘাের চরিতকথা।

তত্ত্বরত্নের ছেলের পইতে,
রােঘাে ব'লে পাঠালে চরের মুখে,
‘নমাে-নমাে করে সারলে চলবে না ঠাকুর,
ভেবো না খরচের কথা।'
মােড়লের কাছে পত্র দেয়
পাঁচ হাজার টাকা দাবি ক'রে ব্রাহ্মণের জন্যে।
রাজার খাজনা-বাকির দায়ে
বিধবার বাড়ি যায় বিকিয়ে,
হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে
দেনা শােধ করে দেয় রঘু।

১১৬