পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

বলেছে, শিখেরা তাকে জোর করে রেখেছিল
বন্দী করে।
ক্ষোভে পায় রক্তবর্ণ হল
বালকের মুখ।
বলে উঠল, ‘চাই নে প্রাণ মিথ্যার কৃপায়,
সত্যে আমার শেষ মুক্তি,
আমি শিখ।

১২৩