পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

এক

স্থির জেনেছিলেম, পেয়েছি তােমাকে,
মনেও হয় নি
তােমার দানের মূল্য যাচাই করার কথা।
তুমিও মূল্য কর নি দাবি।
দিনের পর দিন গেল, রাতের পর রাত,
দিলে ডালি উজাড় ক'রে।
আড়চোখে চেয়ে
আনমনে নিলেম তা ভাণ্ডারে;
পরদিনে মনে রইল না।
নব বসন্তের মাধবী
যােগ দিয়েছিল তােমার দানের সঙ্গে,
শরতের পূর্ণিমা দিয়েছিল তাকে স্পর্শ।


তােমার কালাে চুলের বন্যায়
আমার দুই পা ঢেকে দিয়ে বলেছিলে,
'তােমাকে যা দিই
তােমার রাজকর তার চেয়ে অনেক বেশি;
আরাে দেওয়া হল না,
আরাে যে আমার নেই।'
বলতে বলতে তােমার চোখ এল ছলছলিয়ে।