পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

বলছে, ‘থেমাে না, থেমাে না;
পিছনে ফিরে তাকিয়াে না;
পেরিয়ে যাও পুরােনােকে, জীর্ণকে, ক্লান্তকে, অচলকে

‘আমি মৃত্যুরাখাল
সৃষ্টিকে চরিয়ে চরিয়ে নিয়ে চলেছি
যুগ হতে যুগান্তরে
নব নব চারণক্ষেত্রে।

‘যখন বইল জীবনের ধারা
আমি এসেছি তার পিছনে পিছনে,
দিই নি তাকে কোনাে গর্তে আটক থাকতে।
তীরের বাঁধন কাটিয়ে কাটিয়ে
ডাক দিয়ে নিয়ে গেছি মহাসমুদ্রে-
সে সমুদ্র আমিই।

'বর্তমান চায় বর্তিয়ে থাকতে।
সে চাপাতে চায়
তার সব বােঝ তােমার মাথায়-
বর্তমান গিলে ফেলতে চায়
তােমার সব-কিছু আপন জঠরে।
তার পরে অবিচল থাকতে চায়

১৩৬