পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চল্লিশ

পরিভাষা পৃথিবী সদ্য আয়ম
উপাতিষ্ঠে প্রথমজামৃতস্য।

-অথর্ববেদ


ঋষি কবি বলেছেন,
ঘুরলেন তিনি আকাশ পৃথিবী,
শেষকালে এসে দাঁড়ালেন
প্রথমজাত অমৃতের সম্মুখে

কে এই প্রথমজাত অমৃত,
কী নাম দেব তাকে।
তাকেই বলি নবীন,
সে নিত্যকালের।

কত জরা, কত মৃত্যু
বারে বারে ঘিরল তাকে চার দিকে।
সেই কুয়াশার মধ্যে থেকে
বারে বারে সে বেরিয়ে এল;
প্রতিদিন ভােরবেলার আলােতে
ধবনিত হল তার বাণী,
‘এই আমি, প্রথমজাত অমৃত।'

১৩৮