পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুই

একদিন তুচ্ছ আলাপের ফাক দিয়ে
কোন অভাবনীয় স্মিতহাস্যে
আমার আত্মবিশ্বল যৌবনটাকে
দিলে তুমি দোলা;
হঠাৎ চমক দিয়ে গেল তােমার মুখে
একটি অমৃতরেখা;
আর কোনােদিন তার দেখা মেলে নি।
জোয়ারের তরঙ্গ-লীলায় গভীর থেকে উৎক্ষিপ্ত হল
চিরদুর্লভের একটি রত্নকণা
শতলক্ষ ঘটনার সমুদ্র-বেলায়।

এমনি এক পলকে বুকে এসে লাগে
অপরিচিত মুহুর্তের চকিত বেদনা
প্রাণের আধ-খােলা জানায়।
দূর বনান্ত থেকে
পথ-চলতি গানে।

১৩