পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সে তােমার আলাপ-পরিচয়ে।
তুমি গল্প জমাতে পার।
তাই যখন-তখন দেখি
তােমার ঘরে মানুষ লেগেই আছে-
কেউ তােমার চেয়ে বয়সে ছােটো,
কেউ বয়সে বেশি।

গল্প করতে গিয়ে মাস্টারি কর না,
এই তােমার বাহাদুরি।
তুমি মানুষকে জান, মানুষকে জানাও,
জীবলীলার মানুষকে।

একে নাম দিতে পারি সাহিত্য,
সব-কিছুর কাছে থাকা।
তুমি জমা করেছ তােমার মনে
নানা লােকের সঙ্গ,
সেইটে দিতে পার সবাইকে
অনায়াসে-
সেইটেকে জ্ঞানবিজ্ঞানের তকমা পরিয়ে
পণ্ডিত-পেয়াদা সাজাও না
থমকিয়ে দিতে ভালােমানুষকে।

১৪৮