পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তিন

ফুরিয়ে গেল পৌষের দিন;
কৌতূহলী ভােরের আলাে
কুয়াশার আবরণ দিল সরিয়ে।
হঠাৎ দেখি শিশিরে-ভেজা বাতাবিগাছে
ধরেছে কচি পাতা;
সে যেন আপনি বিস্মিত।
একদিন তমসার কূলে বাল্মীকি
আপনার প্রথমনিশ্বসিত ছন্দে
চকিত হয়েছিলেন নিজে-
তেমনি দেখলেম ওকে।

অনেক দিনকার নিঃশব্দ অবহেলা থেকে
অরুণ আলােতে অকুণ্ঠিত বাণী এনেছে
এই কয়টি কিশলয়;
সে যেন সেই একটুখানি কথা
যা তুমিই বলতে পারতে,
কিন্তু না বলে গিয়েছ চলে

১৫