পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চার

যৌবনের প্রান্তসীমায়
জড়িত হয়ে আছে অরুণিমার স্লান অবশেষ-
যাক কেটে এর আবেশটুকু;
সুম্পষ্টের মধ্যে জেগে উঠুক
আমার ঘাের-ভাঙা চোখ,
স্মৃতিবিস্মৃতির নানা বর্ণে রঞ্জিত
দুঃখসুখের বাষ্পঘনিমা
সারে যাক সন্ধ্যামেঘের মতাে
আপনাকে উপেক্ষা করে।

ঝরে-পড়া ফুলের ঘনগন্ধে আবিষ্ট আমার প্রাণ,
চার দিকে তার স্বপ্ন-মৌমাছি
গুন্ গুন্ করে বেড়ায়
কোন্ অলক্ষ্যের সৌরভে।
এই ছায়ার বেড়ায় বদ্ধ দিনগুলাে থেকে
বেরিয়ে আসুক মন
শুভ্র আলােকের প্রাঞ্জলতায়।

১৭