পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

জানাইতে পারে
আপনার কানে কানে কথা।
তপস্বিনী নীরবতা
আসন বিস্তীর্ণ যার অসংখ্য যােজন দূর ব্যেপে
অন্তরে অন্তরে উঠে কেঁপে
আলােকের নিগূঢ় সংগীতে।
খণ্ড খণ্ড দণ্ডে পলে ভারাকীর্ণ চিতে
নাই সেই অসীমের অবসর;
তাই অবরুদ্ধ তার স্বর,
ক্ষীণসত্য ভাষা তার।
প্রত্যহের অভ্যস্ত কথার
মূল্য যায় ঘুচে,
অর্থ যায় মুছে।
তাই কানে কানে
বলিতে সে নাহি জানে
সহজে প্রকাশি
‘ভালােবাসি'।

আপন হারানাে বাণী খুঁজিবারে,
বনস্পতি, আসি তব দ্বারে।
তােমার পল্লবপুঞ্জ শাখাব্যুহভার
অনায়াসে হয়ে পার

১৮৯