পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঘট ভরা

আমার এই ছােটো কলসখানি
সারা সকাল পেতে রাখি
ঝর্নাধারার নীচে।
বসে থাকি একটি ধারে
শেওলা-ঢাকা পিছল কালাে পাথরটাতে।
ঘট ভরে যায় বারে বারে-
ফেনিয়ে ওঠে, ছাপিয়ে পড়ে কেবলই।

সবুজ দিয়ে মিনে-করা
শৈলশ্রেণীর নীল আকাশে
ঝরঝরানির শব্দ ওঠে দিনে রাতে।
ভােরের ঘুমে ডাক শােনে তার
গাঁয়ের মেয়েরা।
জলের শব্দ যায় পেরিয়ে
বেগনি রঙের বনের সীমানা,
পাহাড়তলির রাস্তা ছেড়ে
যেখানে ওই হাটের মানুষ
ধীরে ধীরে উঠছে চড়াইপথে,
বলদ-দুটোর পিঠে বােঝাই

১৩
১৯৩