পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

জেগেছে শব্দের শিহরণ,
সেখানে দৈবে কারাে সঙ্গে দেখা হয়েছিল
জল-ভরা ঘট নিয়ে যে চলে গিয়েছিল
চকিত পদে।

এই সামান্য ছবিটুকু
আর সব-কিছু থেকে বেছে নিয়ে
কেউ-একজন আপন ধ্যানের পটে এঁকো
কোনাে-একটি গােধূলির ধূসর মুহূর্তে।

আর বেশি কিছু নয়।
আমি আলাের প্রেমিক;
প্রাণবঙ্গভূমিতে ছিলুম বাঁশি-বাজিয়ে।
পিছনে ফেলে যাব না একটা নীরব ছায়া
দীর্ঘনিশ্বাসের সঙ্গে জড়িয়ে।

যে পথিক অস্তসূর্যের
স্লায়মান আলাের পথ নিয়েছে
সে তো ধুলাের হাতে উজাড় করে দিলে
সমস্ত আপনার দাবি;
সেই ধুলাের উদাসীন বেদীটার সামনে
রেখে যেয়াে না তােমার নৈবেদ্য-

২৬