পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

চোখ বলে,
যা দেখলুম তুমি আছ তাকে পেরিয়ে।
মন বলে,
চোখে-দেখা কানে-শােনার ও পারে যে রহস্য
তুমি এসেছ সেই অগমের দূত-
রাত্রি যেমন আসে
পৃথিবীর সামনে নক্ষত্রলােক অবারিত ক'রে।

তখন হঠাৎ দেখি আমার মধ্যেকার অচেনাকে,
তখন আপন অনুভবের
তল খুঁজে পাই নে,
সেই অনুভব
‘তিলে তিলে নূতন হােয়'।

৪৭