পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পনেরাে

শ্রীমতী রানী দেবী
কল্যাণীয়াসু



আমি বদল করেছি আমার বাসা।
দুটিমাত্র ছােটো ঘরে আমার আশ্রয়।
ছােটো ঘরই আমার মনের মতাে।
তার কারণ বলি তােমাকে।

বড়াে ঘর বড়াের ভান করে মাত্র,
আসল বড়ােকে বাইরে ঠেকিয়ে রাখে অবজ্ঞার
আমার ছােটো ঘর বড়াের ভান করে না।
অসীমের প্রতিযােগিতার স্পর্ধা তার নেই
ধনী ঘরের মূঢ় ছেলের মতাে।


আকাশের শখ ঘরে মেটাতে চাই নে;
তাকে পেতে চাই তার স্বস্থানে,
পেতে চাই বাইরে পূর্ণভাবে।

৫৩