বিষয়বস্তুতে চলুন

পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১ ০ ৮ ] ভগ্ন তরণী । (গtথা) প্রথম সঙ্গ । জুবিছে তপন, আসিছে অর্ণধার, দিবা হল অবসান, ঘুমায় সাঝের সাগর, করিয়া কনক-কিরণ পান । অলস লহরি তটের চরণে ঘুমে পড়িতেছে চুলি, এ উহার গায়ে পড়েছে এলায়ে ভাঙ্গাচোরা মেঘ গুলি । কনক-সলিলে লহরী তুলিয়৷ তরণী ভাসিয়া যায় ; উড়িয়াছে পাল, নাচিছে নিশান, বহে অনুকুল-বায় । শত কণ্ঠ হতে সাঝের আকাশে উঠিছে হুখের গীত, তালে তালে তার, পড়িতেছে দাড় ধবনিতেছে চারি ভিত ।