পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী । বাজিতেছে বীণা, বাজিতেছে বাশি, বাজিতেছে ভেরি কত, কেহ দেয় তালি, কেহ ধরে তান, কেহ নাচে জ্ঞানহত । তারকা উঠিছে ফুটিয়া ফুটিয়া, আকাশে উঠিছে শশি, উছলি উছলি উঠিছে সাগর জোছনা পড়িছে খসি । অতি নিরিবিলি, নিরালায় দেখ না মিশিয়া কোলাহলে, ললিতা হোথায়, পতি সাথে তার বসি আছে গলে গলে । আজিতের গলে বাধি বাছপাশ বুকেতে মাথাটি রাখি, "ঢলঢল তনু গল’গল” কথা ঢুলু ঢুলু দুটি অ"াখি । আধো আধো হাসি অধরে জড়িত, সুখের নাহি যে ওর, প্রণয়-বিভল প্রাণের মাঝারে লেগেছে ঘুমের ঘোর । ఏ e S