পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు : o শৈশব সঙ্গীত । পরশিছে দেহ নিশীথের বায়ু অতি ধীর মৃদু-শ্বাসে, লহরীর আসি করে কলরব তরণীর আশে পাশে । মধুর মধুর সকলি মধুর মধুর আকাশ ধরা, মধু-রজনীর মধুর অধর মধু জোছনায় ভরা। যেতেছে দিবস, চলেছে তরণী অনুকুল বায়ু ভরে। ছোট ছোট ঢেউ মাথা-গুলি তুলি টল মল করি পড়ে । প্রণয়ীর কাল যেতেছে, তুলিয়৷ শত বরণের পাখা, মৃদু বায়ু ভরে লঘু মেঘ যেন সাঝের কিরণ মাখা । আদরে ভাসিয়া গাহিছে অজিত চাহি ললিতার পানে । মরম গলানো সোহাগের গীত আবেশ-আবশ প্রাণে ; –