পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী। মাথাটি রাখিয়া অজিতের কাধে রহিয়াছে দাড়াইয়া । কি ভয় মরণে, এক সাথে যবে মরিবে দুজনে মিলি ? মুকুতা শয়নে সাগরের তলে ঘুমাইবে নিরিবিলি ! দুইটা প্রণয়ী বাধা গলে গলে কাছাকাছি পাশাপাশি, পশিবে না সেথা দ্বেষ কোলাহল, কুটিল কঠোর হাসি। ঝটিকার মুখে হীনবল তরী করিতেছে টলমল, উঠিছে, নামিছে, আছাড়ি পড়িছে ভিতরে পশিছে জল । বাধিল ললিতা অজিতের বাহু দৃঢ়তর বাহু ভোরে, আদরে অজিত ললিত-অধর চুমিল হৃদয় ভোরে । ললিতা-কপোলে বাহিয়া পড়িল নয়নের জল দুটি, > ○。 ●">'○