পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ 8**द नहौड । বহু দিন পরে যথা কারামুক্ত জন হর্ষে অধীরিয়া উঠে হেরিয়া তপন, বহুদিন পরে হেরি মানুষের মুখ, উচ্ছসি উঠিল মুখে মুরেশের বুক। দেখিল এখনো বহে নিশ্বাস-সমীর, এখনো তুষার-হিম হয়নি শরীর। যতনে লইল তারে বাহুতে তুলিয়া, কেশ পাশ চারি পাশে পড়িল খুলিয়। সুকুমার মুখ-খানি রাখি স্বন্ধোপরে, দ্রুত পদে প্রবেশিল কুটার ভিতরে । কতক্ষণ পরে তবে লভিয় চেতন, ললিতা সুধীরে অতি মেলিল নয়ন । দেখিল যুবক এক রয়েছে আসীন, বিশাল নয়ন তার নিমেষ বিহীন ; কুঞ্চিত কুন্তল-রাশি গৌর গ্রীবা পরে— এলাইয়া পড়ি আছে অতি অনাদরে । চমকি উঠিল বালা বিস্ময়ে বিহ্বল, সরমে সম্বরে তার শিথিল অঞ্চল । ভয়েতে অবশ দেহ, দুরু দুরু হিয়— আকুল হইয়া কিছু না পায় ভাবিয়া ।