পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগ্নতরী । ృ్చలి দিন রাত্ৰি নাহি মানি—বনৌষধি তুলি অনি স্বরেশ করিছে সেবা তার । রোগ চলি গেল ধীরে, বল ক্রমে পেলে ফিরে, স্বস্থ হল দেহ ললিতার । রোগ-শষ্য তেয়াগিয়া—মুক্ত সমীরণে গিয়া, মন-সুখে বনে বনে ফিরি, পার্থীর সঙ্গীত শুনি – সিন্ধুর তরঙ্গ গুণি, জীবনে জীবন এল ফিরি । চতুর্থ সর্গ। বসন্ত-সমীর আসি, কাননের কানে কানে প্রাণের উচ্ছ সি ঢালে নব যৌবনের গানে। এক ঠাই পাশাপাশি, ফুটে ফুল রাশি রাশি— গলাগলি ফুলে ফুলে, গায়ে গায়ে ঢলাঢলি । খেলি প্রতি ফুল পরে, স্বরভি-রাশির ভরে । শ্রান্ত সমীরণ পড়ে প্রতি পদে টলি টলি । কোথায় ডাকিছে পাখী, খুজিয়া না পায় অাখি বনে বনে চারিদিকে হাসিরাশি বাদ্যগান। দুরগম শৈল যত, ঢাকা লতা গুলো শত তাদের হরিত হৃদে তিল মাত্র নাই স্থান ।