পাতা:শৈশব সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিক । তবে যত দিন বাচি রহিব হেথায় পড়ি ; এক”পদ উঠিবনা মরি ত হেথায় মরি। প্রভাতে উঠিবে রবি, নিশীথে উঠিবে তারা, পড়িবে মাথার পরে রবিকর বৃষ্টিধারী। হেথা হতে উঠিব না, মৌনব্রত টুটিব না, চরণ অচল রবে, আচল পাষাণ পারা । দেখিস্, প্রভাত কাল হইবে যখন, তরুণ পথিক দল করি হর্ষ-কোলাহল সমুখের পথ দিয়া করিবে গমন, আবার নাচিয়া যেন উঠেনারে মন । উল্লাসে অধীর-হিয়৷ দুখ শ্রান্তি ভুলি গিয়। আর উঠিসনা কভু করিতে ভ্রমণ । প্রভাতের মুখ দেখি উনমাদ হেন ভূলিসনে—ভুলিসনে—সায়াত্ত্বেরে যেন ! పిg')